‘জুলাই রেভল্যুশনারী এলায়েন্স’ হবিগঞ্জ জেলা কমিটি অনুমোদিত
বাংলাদেশে ফ্যাসিবাদবমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গঠিত জুলাই রেভল্যুশনারী এলায়েন্স-এর হবিগঞ্জ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। ৩০ জুন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান এবং সদস্য সচিব ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৫ সদস্যবিশিষ্ট এই জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে পলাশ মাহমুদকে আহ্বায়ক, তোফায়েল আহমেদকে সদস্য সচিব এবং শাহরিয়ার নাজিমকে মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনজাব সাহাম।
কমিটির আহ্বায়ক পলাশ মাহমুদ বলেন, “জুলাই বিপ্লব আমাদের চেতনার মূল ভিত্তি। এই চেতনাই আমাদের সংগঠনের দিকনির্দেশনা দিচ্ছে। আমরা ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
নবনিযুক্ত সদস্য সচিব তোফায়েল আহমেদ জানান, জুলাই বাংলাদেশের মানুষের ঐক্য এবং মুক্তির প্রতীক।জুলাইয়ের বিপ্লবী চেতনাকে সমুন্নত রাখতে জুলাই রেভূলেশনারী এ্যালায়েন্স বিগত ১ বছর ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশকে একটি , ফ্যাসিবাদমুক্ত সমৃদ্ধশালী সুন্দর ও আদর্শ রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে আমরা কাজ করে যাবো ।
নতুন জেলা কমিটি আগামী এক বছর হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামীণ অঞ্চলে সংগঠনের ভিত্তি মজবুত করতে সাংগঠনিক কর্মকাণ্ড, প্রচার-প্রচারণা, জুলাই বিপ্লব এবং জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।