বিশ্বনাথে মাদক সম্রাট পলিথিন তবারক গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ বহুল আলোচিত মাদক সম্রাট তবারক আলী (৩৭) ওরফে পলিথিন তবারককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত ৩টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তবারক উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সিলেট জেলা স্টেডিয়াম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল রবিবার রাতে উপজেলার পাঠাকইন গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট খ্যাত তবারক আলীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন আকারের ছোট-বড় ২৭টি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন, ১৬টি চেক বই, তিনটি এটিএম কার্ড ও নগদ ২ লাখ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা, মাদক, চুরি ও দুদকের মামলাসহ ১৬টি মামলার আসামি ছিলেন গ্রেপ্তারকৃত তবারক আলী। একটি মামলায় তাকে আড়াই বছরের সাজা দিয়েছেন বিজ্ঞ আদালত। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার একটি মাদক সিন্ডিকেটও রয়েছে। তিনি সাজা নিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
মাদক সম্রাট তবারক আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘সেনাবাহিনী তবারক আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার মাদক সিন্ডিকেটে আর কারা কারা জড়িত তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করব। সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।’