কর্মতৎপর এএসআই এরশাদের বদলি
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কানাইঘাট থানায় কর্মকালীন সময়ে, নিয়মিত অভিযোগ তদন্ত, ওয়ারেন্ট তামিল, মোবাইল উদ্ধার, হারানো টাকা উদ্ধার ও ভুল বিকাশে প্রেরিত টাকা উদ্ধার করে কানাইঘাটে দৃষ্টান্ত স্থাপন করেছেন থানার এএসআই এরশাদ মিয়া।
জানা য়ায়, এএসআই এরশাদ মিয়া গত বছর জুলাই মাসের ৮ তারিখে কানাইঘাট থানায় যোগদান করেন।যোগদানের পর থেকে হারানো সাধারণ ডায়েরি মূলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মালামাল উদ্ধার করতে নিরলসভাবে কাজ করেছেন। প্রাপ্ত জিডির হারানো মালামাল বেশিরভাগই উদ্ধার করে থানায় আগত সেবাগ্রহীতার কাছে বুঝিয়ে দিয়ে সুবিধাভোগীদের মন জয় করেছেন।তার মাঝে উল্লেখযোগ্য প্রায় ২০০টি হারানো মোবাইল,লেগুনায় হারিয়ে যাওয়া ২ লক্ষ টাকা, ভুল বিকাশে প্রেরেরিত প্রায় ১২ লক্ষ টাকা উদ্ধার করেছেন তিনি।প্রতিটি জিডির দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে নানা কৌশল অবলম্বন করে পুলিশি নাগরিক সেবা নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করেছেন বলে মোবাইল ও টাকা ফেরৎ পাওয়া সুবিধাভোগী অনেকেই জানিয়েছেন।
বদলি জনিত কারানে এএসআই এরশাদ মিয়া কানাইঘাট থানা থেকে বিদায় নিয়ে পার্শবর্তী জকিগঞ্জ থানায় যোগদান করবেন বলে জানা গেছে।