উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
শিক্ষার্থীদের জ্ঞানের পরিপূর্ণ বিকাশে ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে লিডিং ইউনিভার্সিটি ল্যাংগুয়েজ এন্ড লিটরেচার ক্লাবের শুভসুচনা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ কেক কেটে এই ক্লাবের লগো উন্মোচন করেন লিডিং ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাবের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন। ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ ও আইডিয়া শেয়ারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারে। এতে তাদের লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক এবং মননশীলতার বিকাশ ঘটে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের মতো নবগঠিত লিডিং ইউনিভার্সিটি ল্যাংগুয়েজ এন্ড লিটরেচার ক্লাব সদস্যরা পারস্পরিক যোগাযোগ ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে এ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রত্যাশা কামনা করে তিনি ক্লাব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম।
ইংরেজি বিভাগের ৬৫তম ব্যাচের শিক্ষার্থী অহনা আনজুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।