শাবিপ্রবিতে শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই অভ্যুত্থান-২৪ এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
সোমবার রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় “মুক্তির মন্দিরে সোপান তলে কত প্রাণ হল বলিদান…” গান পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “জুলাই-আগস্টের শহীদরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। কিন্তু দুঃখ লাগে, আজ সেই চেতনার নামে ক্যাম্পাসে টেন্ডার বাণিজ্য ও শিক্ষার্থীদের হয়রানি চলছে।”
তিনি বলেন, “এই ক্যাম্পাস সকল সাধারণ শিক্ষার্থীর। তাই জুলাই-আগস্ট থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে মিলে একটি শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।”