শাবিপ্রবি সিইপি বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. মো. সালাতুল ইসলাম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার।
মঙ্গলবার (১ জুলাই) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আগামী তিনবছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে সোমবার (৩০ জুন) বিকেলে বিভাগের সম্মেলন কক্ষে সদ্য বিদায়ী বিভাগীয় প্রধানকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন নতুন বিভাগীয় প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার, অধ্যাপক মো. মহিবুল আলম, অধ্যাপক ড. মো. জোবায়ের বিন মুখলিছ, অধ্যাপক ড. মো. সাইফুল আলম আমিন, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. ফখর উদ্দিন, সহকারী অধ্যাপক ড. হুমায়ুন আহমেদ, প্রভাষক ড. নৌরিন খানম অর্না, প্রভাষক আমিরুল ইসলাম সাদ্দাম, প্রভাষক মোহাইমিনুল ইসলাম, প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার মো. ফেরদৌস রহমান, প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার মো. রইস উদ্দিন, সহকারী রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলরের পিএস ও সহকারী রেজিস্ট্রার এবিএম এনায়েত হোসেন, টেকনিক্যাল অফিসার রাজন চন্দ্র বর্ধন, অডিট অ্যান্ড একাউন্টস অফিসার মৃন্ময় দাস ঝুটনসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার বলেন, ‘অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বিভাগের সার্বিক কল্যাণের জন্যে আমি সম্ভাব্য সবকিছু করতে সচেষ্ট থাকবো এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।’