মাধবপুরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
হবিগঞ্জের মাধবপুর থানার নবাগত ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টায় মাধবপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় মাধবপুর প্রেসক্লাব ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন (প্রতিদিনের বাংলাদেশ), মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী (ভোরের ডাক), সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর (যুগান্তর), আলাউদ্দিন আল রনি (আমার দেশ), আলমগীর কবির (আমার সংবাদ), কে এম শামসুল হক (ইনকিলাব), আবুল খায়ের (নয়া দিগন্ত) মাহমুদুল হাসান রনি (গণকণ্ঠ), হামিদুর রহমান (বাংলা টিভি), আব্দুল হাফিজ ভুইয়া (সংগ্রাম), জুলহাস উদ্দিন রিংকু (সময়ের আলো), কায়েস আহমদ সালমান (রাজধানী টিভি), জালাল উদ্দিন লস্কর (দেশ রূপান্তর), মশিউর রহমান মোর্শেদ (প্রভাকর), রিংকু দেবনাথ (আজকের হবিগঞ্জ) ও রাজা বাছির (সংগ্রাম প্রতিদিন)।
মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন ও মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুব এসময় উপস্থিত ছিলেন।নবাগত ওসি সহিদ উল্ল্যা দায়িত্ব পালনে মূলধারার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মাধবপুরে মাদক নির্মূলে তার দৃঢ অঙ্গিকারের কথা জানান।এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। খোলামেলা আলোচনায় সাংবাদিকেরা কিছু বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
প্রসঙ্গত, নতুন ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যাহ গত ৩০ জুন মাধবপুর থানায় যোগদান করেন।