প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
প্রজেক্ট/থিসিস ডিফেন্স শিক্ষার্থীদের মৌখিক উপস্থাপনে দক্ষতা বাড়ায়
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রজেক্ট/থিসিস ডিফেন্স শুরু হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) সকাল ১১টায় সিএসই শিক্ষার্থীদের এ প্রজেক্ট ডিফেন্স পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি বলেন, যেকোন বিষয় উপস্থাপন শিক্ষার্থীদেরকে কমিউনিকেশন স্কিলে দক্ষতা বাড়াতে সহায়ক হয়। তাই শিক্ষার্থীদের জন্য প্রজেক্ট/থিসিস প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব (4IR) এর যুগে প্রতিযোগিতামূলক চাকরিতে ক্যারিয়ার গড়তে এবং নিজেরদের গ্রহণযোগ্যতা বাড়াতে শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্তিমূলক বহুবিভাগীয় বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, এখন সিএসই বিষয়ের চাহিদা অনেক, তাই শিক্ষার্থীদেরকে বতর্মান যুগের সাথে সামঞ্জস্য রেখে নিজেদের তৈরি হতে হবে।
এসময় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।