মাধবপুরে চায়না দুয়ারি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা মৎস্য অফিসের অভিযানে ৩৩ টি চায়না দুয়ারি ও ২১ কারেন্ট জাল এবং ১ টি মাছ ধরচর চাঁই জব্দ করে পোড়ানো হয়েছে।
বুধবার (২ জুলাই) মাধবপুর উপজেলার হরিশ্যামা, বোয়ালিয়া খাল ও ছাতিয়াইন বাজারে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ ফরিদুল হক।
আবু আসাদ ফরিদুল হক জানান, হাওর অঞ্চলে মৎস্য সম্পদ সংরক্ষণ এর আওতায় হরিশ্যামা,বোয়ালিয়া খাল ও ছাতিয়াইন বাজারে অভিযান চালানো হয়।এরকম অভিযান মৌসুম জুড়ে চলবে বলেও জানান তিনি। পরে জব্দকৃত চায়না দুয়ারি, কারেন্ট জাল ও মাছ ধরার চাঁই উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”