দানবীর ড. সৈয়দ রাগীব আলী
মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় লিডিং ইউনিভার্সিটি সর্বদা সচেষ্ট
উপমহাদেশের প্রখ্যাত দানবীর, শিক্ষা ও স্বাস্থ্য সেবামূলক অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলীর প্রতিষ্ঠিত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি কমিটির সভায় দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, এ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই মেধাবী, দরিদ্র ও মেধাবী, এবং অভাবগ্রস্ত পরিবারের সন্তানদের জন্য সহায়তা করে আসছে। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য লিডিং ইউনিভার্সিটিতে বিনাবেতনে পড়াশোনা করার সুযোগের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, দক্ষ মানব সম্পদ তৈরির স্বপ্ন থেকেই দানবীর ড. সৈয়দ রাগীব আলী শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন। শিক্ষার্থীদের শিক্ষা লাভের সুযোগ করে দিতে বিভিন্নভাবে লিডিং ইউনিভার্সিটির সহায়তার কথা এ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি শুনেছেন উল্লেখ করে বলেন, এতো বৃহত্তর পরিসরে শিক্ষার্থীদেরকে এ এধরনের সহায়তা প্রদান ড. সৈয়দ রাগীব আলীর মতো দানবীরের পক্ষেই সম্ভব। তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং শিক্ষাবৃত্তি কমিটির সদস্য সচিব সহকারি রেজিস্ট্রার (ভর্তি) সুরঞ্জন দাস উপস্থিত ছিলেন।