রথযাত্রার সপ্তম দিনেও ইসকন সিলেটে ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে বৃহস্পতিবার (৩ জুলাই) ছিল সপ্তম দিন। দিন যতই এগোচ্ছে, ভক্তদের আগমন ততই বেড়ে চলেছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রথের টানে দূরদূরান্ত থেকেও ছুটে এসেছেন বহু মানুষ। ইসকন মন্দির প্রাঙ্গণজুড়ে ছিল কীর্তনের ধ্বনি, ধূপধুনোর গন্ধ ও চঞ্চল শিশুদের হাসিমুখ। সকাল থেকেই শুরু হয় মঙ্গল আরতী, জপ, ভাগবত পাঠ এবং জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মহারানীর মহিমা বিষয়ক আলোচনা। দুপুরে পরিবেশন করা হয় মহাপ্রসাদ, যেখানে হাজার হাজার ভক্ত অংশ নেন।
স্থানীয় এক ভক্ত জানান,”প্রতিদিনই আসছি রথযাত্রায়। কিন্তু আজকের দিনটা ছিল বিশেষ। মানুষের ভিড় দেখে বোঝা যায়—জগন্নাথদেবের প্রতি এই শহরের মানুষদের ভালোবাসা কত গভীর।”
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। বিশেষত, শিশু,কিশোর, যুবক ও প্রবীণদের উপস্থিতি লক্ষণীয়। অনেকে পরিবার নিয়ে এসেছেন, কেউবা এসেছেন একা এক হৃদয়ের টানে।
এছাড়া সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয় বিশেষ সন্ধ্যা আরতি কীর্তন ও সাংস্কৃতিক প্রোগ্রাম যা পুরো পরিবেশকে করে তোলে এক অপার্থিব আনন্দে পূর্ণ। জগন্নাথের সামনে দাঁড়িয়ে অনেকেই করছেন প্রার্থনা—জীবনের কল্যাণ, পরিবারে শান্তি ও ভক্তিতে পূর্ণ একটি ভবিষ্যতের জন্য।
ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস বলেন,”এই রথযাত্রা কেবল উৎসব নয়, এটি আমাদের আত্মিক জাগরণের সময়। আমরা চাই সবাই এই রথের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে শুদ্ধ করুন।”
উল্লেখ্য, এবারের রথযাত্রা শুরু হয়েছে ২৭ জুন। প্রতিদিন ভিন্ন ভিন্ন আয়োজনে মন্দির প্রাঙ্গণ মুখর। রথযাত্রার পরিসমাপ্তি ঘটবে আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে।