১৭ বছর পর দেশে ফিরলেন তারা
বড়লেখা সীমান্তে পুশইন হওয়া সেই ৪৮ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পুশইন হওয়া সেই ৪৮ বাংলাদেশিকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটেলিয়ন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘুরাঘুরি করছিলেন ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।
সরেজমিনে আজ বিকেল ৩ টায় আটককৃতরা কালবেলা প্রতিবেদকের সাথে কথা বলে জানান, ১৭ বছর আগে তারা কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশইন করে। আটকদের বাড়ি যশোর, কুড়িগ্রাম, বাগেরহাট, বরগুনা,বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ৪৮ জন বাংলাদেশিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। যাচাই-বাছাই শেষে তাদের নিজ-নিজ স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে আজ দুপুরে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।