জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করায় সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের ও বিপ্লবী সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনারকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে আমির মিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলেরৃৃৃৃৃঋ সভাপতি জাবের আহমদের ও শাহাদাৎ হোসেনের নেতৃত্বে আনন্দ উল্লাসে উজ্জীবিত হয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আয়োজনে কলেজ ক্যাম্পাস চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল শেষে পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ, যুবদল নেতা মাহমুদুল ইসলাম, মুহিতুল ইসলাম শাকিল, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সুজন, সহ-সভাপতি ইকবাল মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমদ, সাংগঠনিক সম্পাদক উসমান আলী, ক্রীড়া সম্পাদক রাহেল আহমদ, ছাত্রনেতা আরাফাত শাকিল, নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাকিব আল হাসানসহ নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীল এবং ছাত্রদলের কর্মীবৃন্দ।