মাধবপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চেঙ্গারবাজার-চৌমুহনী সড়কের মঙ্গলপুর এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা।
আটককৃত ব্যক্তি হলেন- চৌমুহনী ইউনিয়নে’র সাতপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ (৪৫)। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং এর আগেও তিনি একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।