সুনামগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মুরগি
সুনামগঞ্জ পৌরসভার হতদরিদ্র পরিবারের আয়বৃদ্ধি জন্য ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মুরগি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর হাছননগর এলাকায় ১২৭টি পরিবারে মধ্যে ১০টি করে ১২৭০টি অসহায় পরিবারের দরিদ্র মানুষের মধ্যে মুরগি বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. অমিত সাহা, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিম,প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবতী, উত্তম হাওলাদার, দীপক বৈরাগী, এপি ফাইন্যান্স অফিসার গ্রেগ্রোরী হাওলাদার এ বিতরণে উপস্থিত ছিলেন।