মাধবপুরে ৩০ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার (৪ জুলাই) ভোর ৫ টায় উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নে’র ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ হান্নান (৩৮) এবং মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো: সেলিম মিয়ার ছেলে মো: জামাল মিয়া (২৭)।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, চলমান অভিযান অব্যাহত থাকবে।