শাবিপ্রবি সমাজবিজ্ঞান অ্যালামনাইয়ের কার্যকরী সভা অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪র্থ কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় সমাজবিজ্ঞান বিভাগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
হাইব্রিড মোডের মাধ্যমে (স্বশরীর ও অনলাইন) আয়োজিত সভায় দেশে-বিদেশে অবস্থানরত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
অগ্রাধিকারভিত্তিতে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে হলো সংগঠনের আজীবন সদস্য ও সাধারণ সদস্য সংগ্রহ বেগবান করা, ব্যাচভিত্তিক ডাটাবেজ প্রস্তুতকরণ, সংগঠনের কার্যক্রম নিয়ে ক্যালেন্ডার প্রস্তুতকরণ, বিভাগের অ্যাকাডেমিক কাজে সহায়তা (পোস্টার প্রেজেন্টেশন, রিসার্চ ও থিসিসে অর্থায়ন, ক্যারিয়ার গাইডলাইন, বৃত্তি প্রদান প্রভৃতি), বার্ষিক বনভোজন, ইনডোর ও আউটডোর খেলা, রিইউনিয়ন, শিক্ষক সম্মাননা ইত্যাদি।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অক্টোবরের ভেতরে সদস্যদের যে কেউ পাঁচ হাজার টাকা দিয়ে আজীবন সদস্য হতে পারবেন। এরপর আজীবন সদস্য হতে হলে পূর্বনির্ধারিত দশ হাজার টাকা প্রদান করতে হবে।
উপদেষ্টা কমিটির দুজন সদস্য অধ্যাপক ড. মো. আবদুল গনি ও অধ্যাপক ড. মো. আল-আমীন সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যদের মাঝে অংশ নেন সহসভাপতি মাসুক আহমেদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক ও মিল্টন রায় চৌধুরী, গবেষণা ও প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জুবেলী বেগম, দপ্তর সম্পাদক মো. খছরুজ্জামান চৌধুরী আহবাব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ জাকারিয়া জামিল ও মোহাম্মদ তানভীর আহমেদ চৌধুরী, সমাজসেবা সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মো. রাশেদুল হক, মো. শাফায়েত হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, আবেদুজ্জামান চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, দিগ্বিজয় দত্ত, নাদিয়া হক, ইকবাল আহমেদ চৌধুরী, নাজমুল হুদা শাহীন, আল মামুন এবং আবদুল্লাহ হারিস পাশা প্রমুখ।