শাবিপ্রবিতে এসিআই সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এসিআই সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু হয়েছে। কংক্রিট প্রযুক্তি ও নির্মাণ প্রকৌশল নিয়ে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে ২৪ সালের ২ ডিসেম্বর এ সংগঠনটির যাত্রা শুরু হয়।
শনিবার (৫ জুলাই) সকালে সংগঠনটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এ সংগঠনের সভাপতি হিসেবে বিভাগের শিক্ষার্থী তৈয়ব মাহমুদ প্রাচি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জোবায়ের হোসেন সালমান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
গত বুধবার এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে চ্যাপ্টারটি নতুন আরো ৭০ জন সাধারণ সদস্যকে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহীদুর রহমান।
এই চ্যাপ্টারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুশতাক আহমেদ এবং অনুষদ উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. এইচ.এম.এ.মাহজুজ দায়িত্বরত আছেন।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খাদিজাতুল কুবরা মিম, যুগ্ম সম্পাদক মহসিন মাহমুদ তপু, যুগ্ম সম্পাদক তাসনুভা ফারিহা জেবিন, কোষাধ্যক্ষ: মোঃ দানিয়েল হোসেন তন্ময়, ইক্যুইটি অফিসার মোঃ সাদমান সাকিব, ইক্যুইটি অফিসার জেরিন তাসনিম অর্পা, ডিরেক্টর অব ইভেন্ট ম্যানেজমেন্ট: মোঃ কামরুজ্জামান, ক্রিয়েটিভ ইনিশিয়েটিভস কো-অর্ডিনেটর মোঃ হাছিবুল চৌধুরী, ডিরেক্টর অব আউটরিচ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন কুমার বর্ষপ্রিয়, জনসংযোগ সম্পাদক মিশকাত আহমেদ নওশাদ, ডিরেক্টর অব রিসার্চ এক্সিকিউটিভ নিক্সন দেব প্রিতম, এসিসট্যান্ট ডিরেক্টর অব ইভেন্ট ম্যানেজমেন্ট: মোঃ হানিফ, প্রকাশনা সম্পাদক মোঃ আফতাব আহমেদ, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নাফিস শাহরিয়ার, আর্কাইভ সেক্রেটারি মোঃ তাসফিক রহমান, এসিসট্যান্ট ডিরেক্টর অব রিসার্চ এক্সিকিউটিভ মোঃ সাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক নুসরাত জাহান মিথিলা, ওয়েব এডমিনিসট্রেটর তাওহিদুল ইসলাম, সহকারি জনসংযোগ সম্পাদক প্রাপ্তি সাহা অদ্রি, সহকারি প্রকাশনা সম্পাদক মোঃ মারুফ, ব্যাচ কো-অর্ডিনেটর (৩য় বর্ষ) মিফতাহুল ইহসান দিহান, ব্যাচ কো-অর্ডিনেটর (২য় বর্ষ) মোঃ ইমাম হোসেন নয়ন, ব্যাচ কো-অর্ডিনেটর (১ম বর্ষ) মুহ: নাদির-উজ- জামান নায়েফ, গ্র্যাজুয়েট মেন্টর-১ মোঃ মাহফুজুন মাহিম, গ্র্যাজুয়েট মেন্টর-২ মোওয়াজ মোঃ আব্দুল করিম, সাধারণ সদস্য-১ আবু ইয়াহিয়া, সাধারণ সদস্য-২ নিলুফা সুলতানা বৃষ্টি মনোনীত হয়েছেন।
“আমেরিকান কংক্রিট ইন্সিটিউট” একটি কংক্রিট গবেষণাধর্মী সংগঠন যার বিভিন্ন দেশে মোট ২৪৪ টি স্টুডেন্ট চ্যাপ্টার আছে। এর মধ্যে সিলেটে ১ম ও বাংলাদেশে ৭ম চ্যাপ্টার হচ্ছে “এসিআই সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার”। চ্যাপ্টারটির পক্ষ থেকে জানানো হয়, এটি একটি নির্ধারিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে শিক্ষার্থীরা উদ্ভাবনী ধারণা অনুসন্ধান, কারিগরি গবেষণা পরিচালনা এবং কংক্রিট প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের সুযোগ পাবে। ইতোমধ্যে চ্যাপ্টারটি সফলভাবে সম্পন্ন করেছে বহির্বিশ্বের গবেষণা ও পড়াশুনা সংক্রান্ত ২টি ওয়েবিনার এবং প্রতিযোগিতার কাঠামো ও প্রস্তুতি সংক্রান্ত ১টি সেমিনার। এছাড়াও, জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।