বানিয়াচংয়ে যুবলীগ নেতা আটক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা যুবলীগের এক নেতাকে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আটক উপজেলা যুবলীগ নেতা বাবুল মিয়া (৪২) বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের সৈদরটুলা মহল্লার মৃত লিবাছ মিয়ার পুত্র।
সেনা ক্যাম্প গোয়েন্দা সূত্রে জানা যায়, শুক্রবার (৪ জুলাই) উপজেলার সুন্দরপুর গ্রামের মদ্দের বিলের কাছ থেকে বানিয়াচং উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গত বছরের ৫ আগষ্ট পর্যন্ত দায়িত্ব পালনকারী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া (৪২) কে বানিয়াচংয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ জন সদস্য আটক করেন। আটক করে বাবুল মিয়াকে নিয়ে ছাত্র আন্দোলনকারী সদস্যগন বানিয়াচং থানায় যাওয়ার পথে বানিয়াচং উপজেলায় অবস্থানরত(আর্মি-৬৪ইবি) সেনা ক্যাম্পের সামনে আসলে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।এসময় দায়িত্বরত সেনাবাহিনী তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীগন সেনাবাহিনীকে জানান, তাদের আন্দোলন চলাকালে এই যুবলীগ নেতা বাবুল মিয়া নেতৃত্ব দিয়েছেন এবং তাদের উপর নিজেও হামলা চালিয়েছিলেন। এসময় বাবুল মিয়ার হামলা চালানো সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ও দেখান তারা।
এরই সূত্র ধরে আন্দোলনকারী সদস্যগন তাকে আটক করেন। ছাত্রদের দেখানো উক্ত ভিডিও ফুটেজ ছাত্রদের উপর হামলা করতে দেখার সত্যতা পান সেনাবাহিনী। পরবর্তীতে রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের মাধ্যমে আটককৃত বাবুল মিয়াকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বানিয়াচং থানায় নিয়ে যান।
থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এসআই রুপক এর নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করা হলে সেনাবাহিনী যুবলীগ নেতা বাবুল মিয়াকে থানায় দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন পরে এবিষয়ে বিস্তারিত জানাবেন।