মাধবপুর ১০৮ কেজি গাঁজা জব্দ
হবিগঞ্জের মাধবপুর ১০৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মা মনি হাসপাতাল এর নিকট অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন আছে।