উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
শিক্ষার্থীদেরকে বতর্মান যুগের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হতে হবে
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের স্প্রিং-২০২৫ সেমিস্টারের ফাইনাল ইয়ার থিসিস/প্রকল্প উপস্থাপন ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) প্রোগ্রামের শিক্ষার্থীরা স্মার্ট ও অধিক পাতলা সোলার সেল তৈরির পদ্ধতি, নিয়ন্ত্রক-ভিত্তিক ইসিজি মেশিনের নকশা ও বাস্তবায়ন, এবং
সোলার ট্র্যাকিং সিস্টেম বিষয়ক ব্যতিক্রমধর্মী ও গবেষণামূলক তিনটি প্রকল্প উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান মূল্যায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগে দক্ষতা বাড়ায় সংশ্লিষ্ট বিষয়ে উপস্থাপন। তাই শিক্ষার্থীদের জন্য প্রজেক্ট/থিসিস উপস্থাপন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক বিশ্বে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদেরকে বতর্মান যুগের সাথে সামঞ্জস্য রেখে নিজেদের তৈরি হতে হবে। তিনি আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যুগোপযোগী প্রোগ্রামে শিক্ষা লাভের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরীর সুযোগ সৃষ্টি করে দিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
প্রজেক্ট/থিসিস উপস্থাপন অনুষ্ঠানে বিশেষ মূল্যায়ক হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া। ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হকের সভাপতিত্বে এতে মূল্যায়ক হিসেবে ইইই বিভাগের শিক্ষকগণ ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।