বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে বসছে ওয়াশিংটন-ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে বুধবার (৯ জুলাই) ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা।বাংলাদেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বৈঠক নিয়ে একটি পোস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির দিকে তাকিয়ে আছে, যেটি আমরা আশা করি উভয় দেশের জন্যই উইন-উইন (সমান লাভজনক) হবে।’

ফেসবুক পোস্টে প্রেস সচিব জানান, ইতোমধ্যেই বাংলাদেশ প্রতিনিধিদল সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২৫ সালের পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। আগামী ৯ জুলাই আরেকটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন