গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সিলেটের গোয়াইনঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও পার্টনার প্রোগ্রামের আওতায় দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কংগ্রেসে বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রোগ্রাম, সিলেট অঞ্চল) মোহাম্মদ নাসির উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত ভৌমিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সাবেক সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক, পার্টনার স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমিনুর রশীদ, আব্দুল জব্বার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ প্রযুক্তি, উত্তম কৃষি চর্চা, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। এ ধরনের কংগ্রেসে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ গ্রহণ ও উদ্ভাবনী চর্চায় উৎসাহিত হন।
তিনি আরও বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা গঠন, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, প্রযুক্তি ব্যবহার ও পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।