শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন
শিশুদের জন্মদিন বাউন্সব্যাক উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত ২৮০০ শিশুদের মাঝে প্রতিকি জন্মদিন উপলক্ষে এই কেক কাটা হয়।
এসময় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ অলি উল্লাহ ,সুনামগঞ্জ টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার, সানক্রেড ওয়ালফেয়ার ফাউন্ডেশন পরিচালক পলাশ চিছাম, ওয়াল্ড ভিশনের সুনামগঞ্জ এরিয়া প্রোগাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম।
এসময় বক্তারা বলেন,শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।শিক্ষার আলো সঠিকভাবে শিশুদের পৌঁছাতে হবে।সমাজের খারাপ কাজ থেকে শিশুদের রক্ষা করা মা বাবার দায়িত্ব। সন্তানের প্রতি সবাইকে যত্নশীল হওয়া প্রয়োজন। প্রত্যেক শিশুর ভেতরে প্রতিভা রয়েছে সেটা কে কাজে লাগানো পিতামাতার দায়িত্ব। মাদকাসক্ত, ধূমপান সমাজের জন্য কলঙ্ক। সন্তানের প্রতি সচেতনতা বাড়ানো প্রয়োজন।