জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সামাজিক সংগঠন শাহজালাল (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্সের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দীন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে ‘ইনোভা ট্রিমস অ্যান্ড ডোনেট ফর গুড’ এর পরিচালক মোহাম্মদ নূর-উন নবী উপস্থিত ছিলেন।
এতে মূল আলোচক হিসেবে আল-কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফিজ মনির উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আল-কুরআন একাডেমি লন্ডন এ পর্যন্ত প্রায় ২০টি ভাষায় কুরআন অনুবাদ সম্পন্ন করেছে। আগামী রমজানের আগেই আরও ৫টি ভাষায় অনুবাদ শেষ হবে। ২০১০ সালে শুরু হওয়া আমাদের বিতরণ কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২৫ লক্ষ মানুষের কাছে কুরআন পৌঁছাতে পেরেছি এবং বর্তমানে ২৮টি দেশে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, বিশ্বের অনেক মানুষ এখনও কুরআনের আলো থেকে বঞ্চিত। বাংলাদেশের ২০ কোটি মানুষের মধ্যে আমরা মাত্র ১৫ লক্ষ মানুষের কাছে কুরআন পৌঁছে দিতে পেরেছি। এজন্য দোয়া চাই, আমরা যেন দেশের প্রতিটি মানুষের কাছে কুরআনের বার্তা পৌঁছে দিতে পারি।
উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দীন চৌধুরী বলেন, যারা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা করেন, তারা অধিকাংশই ধর্মপ্রাণ। বুয়েটের দিকেও তাকালে দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থী ধার্মিক। পবিত্র কুরআন অত্যন্ত মূল্যবান গ্রন্থ। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় বিশ্বব্যাপী কুরআন পৌঁছে দিতে পারি। এই মহাবিশ্বের ক্ষুদ্র পৃথিবীতে কুরআনের আগমন আমাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছে। এই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে কুরআনের বাণী পৌঁছে দিতে আমাদের সবার চেষ্টা অব্যাহত রাখতে হবে।