মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: সুনামগঞ্জে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জোহর নামাজের পর পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সদস্য আকবর আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আ.ত.ম মিসবাহ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, প্রথম যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন