বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবনের শোক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন সোমবার ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন, আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন শহীদ ও আহতদের পরিবার এবং সমগ্র দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।”
তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দেশবাসীকে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।