জুলাই অভ্যুত্থান আমাদের কথা বলার জায়গায় এনে দিয়েছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই অভ্যুত্থান আমাদের কথা বলার জায়গা এনে দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকারের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা আমরা দেখতে পারছি।
শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং স্মৃতিচারণ করতে এসেছি। অভ্যুত্থানে আপনারাু আমরা যে ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছিলাম, শাবিপ্রবি যেভাবে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছে এবং যেখান থেকে আন্দোলন গোটা সিলেটে ছড়িয়ে পড়েছিল।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ছিল না। তারা একপ্রকার গোলামির মধ্যে জীবন পার করত। আমরা সেই অবস্থা থেকে শিক্ষার্থীদের মুক্ত করেছি, রাজনৈতিক ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিয়েছি।”
তিনি আরও বলেন, “যদি শিক্ষার্থীরা জুলাই স্পিরিট ধারণ করে প্রতিবাদী চর্চাকে এগিয়ে নেয়, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আমরা আশা করি, শাবিপ্রবি শিক্ষার্থীরা আগামীর রাজনৈতিক, সাংস্কৃতিক ও একাডেমিক অঙ্গনে নেতৃত্ব দেবে।”
এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম প্রধান সংগঠক আসাদুল্লাহ আল গালিব, গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম ও শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার।