বিশ্বনাথ-ওসমানীনগর ও বিশ্বনাথ পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা ও পৌর বিএনপির সর্ম্পকে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে শনিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্বনাথ-ওসমানীনগর ও বিশ্বনাথ পৌর বিএনপির ব্যানারে দক্ষিণ সুরমা এলাকার রশিদপুরে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন চেয়ারম্যান।

তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দলের আদর্শকে লালন করেই দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি একটি স্বার্থান্বেষীমহল আমাদের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবা’র স্বাক্ষর জাল করে এবং জাল শীল ব্যবহার করে দক্ষিণ সুরমা থানায় দায়ের করা একটি মামলার কিছু আসামিকে মামলা থেকে অব্যাহতি প্রদানের উদ্দেশ্যে একটি চিঠির বরাত দিয়ে দৈনিক সমকাল অনলাইন ভার্সন পত্রিকায় সংবাদ প্রচার করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পর গত ২২ জুলাই মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা থানায় আমাদের নিজেদের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে উক্ত চিঠি আমাদের দেয়া নয় বলে থানা পুলিশকে অবহিত করেছি। এঘটনায় গতকাল শুক্রবার (২৫ জুলাই) ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং ১২৪৭। এছাড়া ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আমাদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায়ও তিনিও ওসমানীনগর থানায় সাধারণ ডাযেরী করেন। যার নং ৯৭৪ (তাং-১৯.০৭.২৫)।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানায় জাল-স্বাক্ষরে দাখিলকৃত ওই চিঠির ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ জুলাই জাতীয় দৈনিক সমকাল অনলাইন ভার্সনে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। আমরা কোন সাংবাদিককে এ ধরনের কোনো বক্তব্য প্রদান করিনি। প্রতিটি পত্রিকার উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিনিধি রয়েছেন। কিন্তু সম্প্রতি যে বিতর্কিত সংবাদটি প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে, সেটি ঐ পত্রিকার ঢাকা অফিস থেকে করা হয়েছে, যেটি রহস্যজনক। পত্রিকার কর্তৃপক্ষ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রস্তুত করলে এ ধরণের বিভ্রান্তি হত না বলে আমরা মনে করি।

লিখিত বক্তব্যে এসটিএম ফখর উদ্দিন আরও বলেন, আমরা মনে করি সিলেট-২ আসনে বিএনপির দৃঢ় ভিত্তি ও সাংগঠনিক ঐক্যকে বিনষ্ট করার সুদুর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। ওসমানীনগর ও বিশ্বনাথ বিএনপির সাংগঠনিক অগ্রগতি ও ঐক্য ঈর্ষান্বতি হয়ে একটি কুচক্রি মহল দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে উঠেপড়ে লেগেছে। তারই অংশ হিসেবে এমন কাজ কওে যাচ্ছে স্বার্থান্বেষী মহল। ফেসবুক ও গণমাধ্যম তারা অপপ্রচারেও লিপ্ত রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে এরা বিভ্রান্তিকর তথ্য ও সংবাদ পরিবেশন করে চলছে।

বিগত সময় ফ্যাসিস্টদের আমলে আমরা কি পরিমাণ হামলা-মামলা ও জুলুমের শিকার হয়েছি। যাদের দ্বারা আমরা এমন নিপীড়নের শিকার হয়েছি সেই তাদের কে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য চিঠি দিবো এটা কিভাবে সম্ভব। এখনো ফ্যাসিস্টদের করার মামলায় হাজিরা দিয়ে যাচ্ছি। ২০২২ সালে ১৯ নভেম্বর সিলেটের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনার গাড়ি বহরে তৎকালিন ক্ষমতাশীন ফ্যাসিস্টিদের হামলা প্রতিহত করতে গিয়ে ওসমানীনগর উপজেলা বিএনপির সম্পাদকসহ একাধিক নেতা আহত ও গ্রেপ্তার হন অনেকেই। ১৬ নভেম্বর ২০২২ সালে এ ঘটনার বস্তুনিষ্ট সংবাদ সকল জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। আমরা চাই দক্ষিণ সুরমা থানায় দাখিলকৃত যে ভূয়া চিঠি দেয়া হয়েছে সে ব্যাপারে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বস্তুনিষ্ট সংবাদটি সত্যতা তুলে ধরা হউক। অপপ্রচারকারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান এবং স্বার্থানেষী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবা, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, জামাল আহমদ, শামিম আহমদ মেম্বার, আসাদুজ্জামান নুর আসাদ, ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আবদুল মুমিন মামুন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আহমদ, আবদুল জমির, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গবিন্দ মালাকার, ওসমানীনগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক এমাদ উদ্দিন লিলু, সহ-প্রচার সম্পাদক ফজর আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক রিপন মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, নাজিম উদ্দিন, বাবুল মিয়া, সদস্য সৌরভ আহমদ লাকি, শিহাব উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহজাহান আলী, উপজেলা সেচ্ছাসেবদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, সিনিয়র যুগ্ম-আহবায়ক এনামুল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন আহমদ, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল আহমদ রেজা, সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন