সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেবামূলক সামাজিক সংগঠন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির মাসিক সাধারণ সভা ১ আগস্ট শুক্রবার রাত ৮ ঘটিকায় সুবিদবাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.রাসেল আহমেদ সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. জুনায়েদ আহমেদ, সহ সভাপতি ইমাম হাসান, সহ সভাপতি নুরেছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: লায়েক আহমেদ, অর্থ বিষয়ক শহিদুল ইসলাম নোমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ওহি প্রমুখ।

সভায় বছরব্যাপি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মপরিকল্পনা গৃহিত হয়। পাশাপাশি প্রবাসী এক্সিকিউটিভ সদস্যদের প্রেরিত অনুদানের মাধ্যমে স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন