বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন শাখার শুরা অধিবেশন ও দাওয়াতি মাহফিল সোমবার (৪ আগষ্ট) বিকেলে ইউনিয়ন আহবায়ক মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা মজলিসের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুফতী আকমল হোসাইন, যুব মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা মামুন আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের পক্ষে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদেরকে হেকমতের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ জাতির কাছে উপস্থাপন করার আহবান জানান। মাহফিলে আগামী দুই মাসের মধ্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন-পূর্ণগঠনের সিদ্ধান্ত গ্রহণ এবং ৩১ সদস্য বিশিষ্ট পাটলী ইউনিয়ন শাখা পুনর্গঠন করা হয়। তিনি বলেন, মহান আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আগামীতে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ হলে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
দাওয়াতি মাহফিলে বিভিন্ন শ্রেনীর পেশার ব্যক্তিবর্গ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।