বংশীকুন্ডায় ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময়

সুনামগঞ্জের মধ্যনগরে কমিটি গঠনের লক্ষে ৩নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ২ শতাধিক বিএনপির কর্মী সমর্থকের উপস্থিতিতে গড়াকাটা কুতুববাজারে এই ওয়ার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: সুজন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহেবুর আলম, সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইনামুল গনি রুবেল, সদস্য সেনোয়ার হোসেন, নেকবর হোসেন, সাজ্জাদুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সদস্য সেলিম, ইকবাল প্রমুখ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন ওয়ার্ড বিএনপি নেতা আবুল কাশেম,মধ্যনগর উপজেলা সাইবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন জাহান, বিএনপি নেতা সায়েম মিয়া।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া-ত্যাগী নির্যাতিত ও ক্লীন ইমেজের নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন