বিশ্বনাথের লামাকাজী ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ গতকাল (৮ আগস্ট) শুক্রবার লামাকাজী ইউনিয়নস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা নায়েবে আমীর সিলেট-২ ( বিশ্বনাথ-ওসমানী নগর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী,ইটালী প্রবাসী জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম আলী

বক্তব্য রাখেন জামায়াত নেতা মোহাম্মদ মঈন উদ্দিন. ফয়সল আহমেদ. আবু তুরাব. আবু সাঈদ।

অনুষ্ঠানর শুরুতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আলকোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি গোলাম কিবরিয়া ও ইসলামী সংগীতনপরিবেশন করেন কাজী আবু সাঈম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাইয়্যিব মোঃ ফেরদৌস, মাওলানা আব্দুল কাদির, মোহাম্মদ মোজাহিদ আলী, মোঃ আব্দুল কাদির, মোঃ রেজাউল করিম, মোঃ আতাউল মুগনী, মোঃ আবু হামিদ মাওলানা আবু জর, মোঃ সুজন মিয়া, মোক্তার হোসাইন, মোঃ আলী আহমেদ, মোঃ আব্দুল খালিক, মোঃ আনোয়ার হোসাইন, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আব্দুস শহীদ, মোঃ শাহানুর হোসাইন, মোঃ আব্দুল মুমিন কালা, মোঃ সাব্বির আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রফিউদ্দিন আসাই, মোঃ আলমগীর হোসাইন প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন