খালেদা জিয়ার জন্মদিনে এমসি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নব নির্বাচিত কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের ছাত্রদল নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নেন। এই উদ্যোগের মধ্য দিয়ে ছাত্রদল নেতারা তাদের নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের গণতন্ত্রের জন্য তার সংগ্রামের কথা স্মরণ করা হয়। ছাত্রদল নেতারা তার দ্রুত আরোগ্য লাভ এবং সুস্থ জীবনের জন্য বিশেষ দোয়া করেন। মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ নেতা রাজিব হোসাইন, বেলাল আহমেদ, মারজান আহমদ, হাবিবুর রহমান নাইম, জাকির হোসেন, এম সাহিদ আলি, সৈয়দ সাহানুর, নুরুল ইসলাম ফাহিম, সাইদ আহমদ, কিবরিয়া হোসেন সৌরভ, আবিদুর রহমান, তামিম আহমদ, কাওসার খান সুমন, আব্দুল করিম কিবরিয়া, তোফায়েল আহমেদ, সোহাগ আলম, হুমায়ুন রশিদ শাহ, কাওসার আলম, মাসুম আহমদ, রেদওয়ান আহমদ, সৈয়দ রায়হান আলম, সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, মুহিবুর রহমান মারজান, আহমদ শাহরিয়ার চৌধুরী মাহি, সাইদ আল আমীন, সজীব পাল, আবু তাহিন মিলু, আব্দুল মজিদ, আব্দুল কাইয়ুম, বাবলু আহমদ, ফাহমিদ আহমদ, কয়সর আহমদ, মাহবুবুর রহমান, এবং মেহেদী হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।