উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
নবীন-প্রবীণ শিক্ষার্থীদের একসঙ্গে সংবর্ধনা প্রদান খুবই প্রশংসনীয়

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নবগঠিত লিডিং ইউনিভার্সিটি ল‍্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের আয়োজনে ইংরেজি বিভাগের ৬৭তম ব‍‍্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ৫৯তম ব‍্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী-১ এ অনুষ্ঠিত “Freshers’ Reception and Farewell Program” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটি ল‍্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ক্লাব প্রথমবারের মতো একসঙ্গে নবীন এবং প্রবীণ শিক্ষার্থীদের যে সংবর্ধনা প্রদান করেছে তা খুবই ভালো উদ‍্যোগ এবং প্রশংসনীয়। তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন‍্য ইংরেজি বিভাগ এবং ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও লিডিং ইউনিভার্সিটি ল‍্যাংগুয়েজ ও লিটারেচার ক্লাবের উপদেষ্টা মিসেস শাম্মী আক্তার, সহ-উপদেষ্টা আশফাক আহমদ শোভন, ইংরেজি বিভাগের সহকারি অধ‍্যাপক মিসেস রুম্পা শারমিনসহ অন‍্যান‍্য শিক্ষক এবং ক্লাবের প্রেসিডেন্ট মো. মুহাইমীন মৌসুফ, জেনারেল সেক্রেটারি মো. ফজলুর রহমান ছোটন ও ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ৬২তম ব‍্যাচের মো. সাইফুর রহমান মুন্না, ৬৪তম ব‍্যাচের ফাহমিদা আতিয়া, ৬৫তম ব‍্যাচের কাজী আদিবা তাসনিয়া, তাসফিহা জামান মালিহা এবং ৬৬তম ব‍্যাচের সাকিব আহমেদ নয়ন। অনুষ্ঠানের মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে ছিল ক্লাবের সদস‍্যদের মনোমুগ্ধকর পরিবেশনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন