ঢাকার মাঠ ও পার্কগুলো অবিলম্বে দখলমুক্ত করে নাগরিকদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। তারা বলেছেন, রাজধানীর বিভিন্ন মাঠ অবৈধভাবে ক্লাবগুলোর দখলে চলে গেছে। এসব মাঠ ভাড়া দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করা হচ্ছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ‘মাঠ, পার্ক জলাধার দখলমুক্ত আন্দোলন’-এর ব্যানারে একটি প্রতিনিধি দল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরে।
প্রতিনিধি দলে ছিলেন পরিবেশবাদী ব্যক্তিত্ব ও পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা মু. হাফিজুর রহমান ময়না, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, ব্যারিস্টার নিশাত মাহমুদ, তেঁতুলতলা মাঠ বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দা রতনা, সেভ ধানমন্ডি প্লেগ্রাউন্ডসের সংগঠক সৈয়দ ইসতিয়াক আহমেদ, জনস্বাস্থ্য বিশ্লেষক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম ও ইব্রাহীম খলিল। প্রতিনিধিরা বলেন, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান ও বনানীর মাঠগুলো বিভিন্ন ক্লাব বাণিজ্যিকভাবে ব্যবহার করছে।
শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক গুলশান ইয়ুথ ক্লাবকে অপারেটর নিয়োগ দিয়ে দেওয়ার ঘটনা বেআইনি এবং আদালতের রায় লঙ্ঘন। তারা অবিলম্বে এ ধরনের চুক্তি বাতিলের দাবি জানান। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ প্রতিনিধিদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে করা চুক্তি আদালত ও আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না তা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাঠ-উদ্যান দখলমুক্ত করার পাশাপাশি নতুন মাঠ ও পার্ক তৈরিরও আশ্বাস দেন।