সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম দায়িত্ব গ্রহণের পরই বহুল আলোচিত ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং বিকেলে ছুটে যান কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অবস্থিত জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে।
পরিদর্শনকালে ডিসি মো. সারোয়ার আলম সাংবাদিকদের বলেন—“সাদা পাথর আগের অবস্থায় ফিরবে ইনশাল্লাহ। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা, পাথর পুনঃস্থাপন এবং প্রতিরোধ—এই তিনটি বিষয় সামনে রেখে আমরা কাজ করব।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় শুরু হয় পাথর লুট। সাম্প্রতিক সময়ে লুটেরাদের অবাধ তাণ্ডবে এলাকা লন্ডভন্ড হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপি ও যুবদল নেতাদের নেতৃত্বে চলছে এ লুটপাট। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরও সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে।
এ পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য। লুটপাট বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই সংকট আরও ঘনীভূত হয়েছে বলে সাধারণ মানুষের অভিযোগ।
এমন প্রেক্ষাপটে সিলেটের তৎকালীন জেলা প্রশাসককে ওএসডি করে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. সারোয়ার আলমকে। তিনি সৎ, দক্ষ ও পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে সারাদেশে পরিচিত। দায়িত্ব গ্রহণের পরপরই সাদা পাথরে গিয়ে তিনি কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন।
স্থানীয়রা আশা করছেন, তার দৃঢ় পদক্ষেপ ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ভোলাগঞ্জের সাদা পাথর আবারও ফিরে পাবে আগের সৌন্দর্য, শৃঙ্খলা ও পর্যটন সম্ভাবনা।