ধর্মপাশায় ইউনিয়ন যুবদলের সাথে ৫নং ওয়ার্ড যুবদলের আলোচনা ও পরিচিতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধর্মপাশা সদর ইউনিয়ন অন্তর্তভুক্ত ৫নং ওয়ার্ড যুবদলের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে ৫নং ওয়ার্ড যুবদল এর আয়োজন করে।
আলোচনা সভায় ৫নং যুবদলের সভাপতি এরশাদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আহম্মেদ এর সঞ্চালনায় প্রাধাণ অতিথির বক্তব্য দেন, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন, সহ-সভাপতি শামছুল আলম, আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাকিল, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া সম্পাদক ইমন আহমেদ রাজু, ৫নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদকক ফুল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক বাহাদুর মিয়া, দপ্তর সসম্পাদক শাহ আলম, সদস্য আউয়াল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে যদিও ২৩ সালে এই কমিটি গঠন করা হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে কোনো সভা করতে পারিনি। তাই এখন ২৫ সালে এসে এই পরিচিতি সভার আয়োজন করতে হয়েছে।