কানাইঘাট লোভাছড়া কোয়ারীতে প্রশাসনের অভিযান

কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর উত্তোলন ও সরবরাহ বন্ধের জন্য প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) লোভাছড়া এলাকায় পাথর পরিবহন বন্ধ রাখার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি।

এসময় জব্দকৃত পাথর সুরক্ষার জন্য জনসাধারণকে প্রশাসনের পক্ষ থেকে তিনি অবহিত করেন। এছাড়াও অবস্থানকৃত ভাল্কহেড/নৌকার মালিকদের দ্রুত স্থান ত্যাগ করতে সময় বেধে দেওয়া হয়েছে।

প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে শনিবার মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

উল্লেখ্য গত ১৯ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি’র সহকারী পরিচালক এজাজুল ইসলাম লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করে পরবর্তী উচ্চ আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত পিয়াস এন্টারপ্রাইজকে পাথর পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেন।

১৯ আগস্ট কোয়ারীর পাথর পরিবহন, অপসারন এবং অবৈধভাবে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারির পর থেকে কোয়ারী এলাকায় স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন