কানাইঘাটে ক্রাশার মেশিনে প্রশাসনের অভিযান

কানাইঘাটে ক্রাশার মেশিনে পরিবেশ আইনে উজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।

জানা যায়, রবিবার (২৪ আগস্ট) ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার সুরমা নদীর পূর্ব পাড়ের খেয়াঘাট ও সিলেট জকিগঞ্জের মেইন সড়কের পাশে সাতবাঁক ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত পাথর ভাঙ্গার প্রায় ১০টি ক্রাশার মেশিনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন,কানাইঘাটে দায়িত্বপ্রাপ্ত সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি।

রবিবার দিনভর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি থানা পুলিশ এবং সংশ্লিষ্টদের নিয়ে স্থাপিত ক্রাশার মেশিন এলাকায় অভিযান চালান।এসময় পরিবেশ আইনে ১০টি ক্রাশার মেশিন বন্ধের জন্য যন্ত্রণাংশ বিকল করা হয়।সেই সাথে ক্রাশার মেশিন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন তিনি।আইন অমান্য করে কেউ এসব ক্রাশার মেশিন চালানোর চেষ্টা করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযান সূত্রে জানা গেছে।

উল্লেখ্য গত ১৯ আগস্ট কোয়ারীর পাথর পরিবহন, অপসারন এবং অবৈধভাবে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারির পর থেকে লোভাছড়া কোয়ারী এলাকা ও ক্রাশার মেশিন এলাকায় স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

১০টি ক্রাশার মেশিনের যন্ত্রণাংশ বিকল ও বন্ধের বিষয়ে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন