সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১৭৩ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব)-৯। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার মানারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হাবিবুর রহমান (৩২) জালালপুর গ্রামের মজুমদার আলীর পুত্র।
র্যাব জানায়, হাবিবুর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে বিদেশি মদ দেশে এনে সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘আটক হাবিবুর ও জব্দকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’