বড়লেখা সীমান্তে ১৬ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল চা বাগান সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিক ও ১৩ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিজিবি টহল দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ জানায়, বিএসএফ নারী-পুরুষ ও শিশুসহ ১৬ জনকে সীমান্ত দিয়ে ঠেলে দেয়। আটক বাংলাদেশিদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। আর রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ নারী ও ৪ শিশু আছে।

বিজিবি জানায়, টহলের সময় কুমারশাইল চা বাগান এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পরিচয় শনাক্ত করে থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন