নবীগঞ্জ স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন

নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা জীবন দাশ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে মোহাম্মদ আব্দুল রহমান। গত রবিবার হবিগঞ্জ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেফিট করে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। সদ্য হিন্দু ধর্মত্যাগকারী মোহাম্মদ আব্দুর রহমান জানান, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী পড়ে আশ-পাশের মুসলমান ও বন্ধুদের চলাফেরা এবং আচার-আচরণে সে ইসলাম সম্পর্কে ধারনা লাভ করে। এবং মনে প্রাণে বিশ্বাস করেন, ইসলাম ধর্মের নিয়ম- কানুন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদশ সম্পর্কে অবহিত করেন।

শুক্রবার জুম্মার নামাজের পর আল করিম জামে মসজিদের আলেম-উলামার মাধ্যমে পবিত্র কলিমা পাঠ করে ইসলাম ধর্মে পবিত্র সঙ্কল্প সাধনে নিযুক্ত হয়। মোহাম্মদ আব্দুর রহমান কে শান্তির ধর্মে সাধুবাদ জানিয়েছেন আলেম সমাজসহ ধর্মপ্রাণ মুসলিম জনতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন