নুরের ওপর হামলার তীব্র প্রতিবাদ ডাকসুর প্রার্থীদের
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ ও হামলার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং তার অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস পদপ্রার্থীরা।
নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াতনুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত
ভিপি প্রার্থীরা বলছেন: আবিদুল ইসলাম খান: নুরুল হক নুরের উপর হামলার নিন্দা জানাচ্ছি; এটি অশনিসংকেত। সাদিক কায়েম: নুর জাতীয় নেতা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের যোদ্ধা। পুলিশ ও সেনাবাহিনীর হামলা প্রমাণ করে সংস্কারের অনেক পথ বাকি। উমামা ফাতেমা: সেনা বাহিনীর এই আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক।
জুলিয়াস সিজার তালুকদার: এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অন্তরায়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। শেখ তাসনিম আফরোজ ইমি: হামলার নিন্দা জানাচ্ছি; যারা এই ধরনের সহিংসতা চালাচ্ছে, তাদের বিচার হওয়া উচিত। আব্দুল ওয়াহেদ: সেনাবাহিনী ও পুলিশের হামলার নিন্দা জানাই; দেশের পরিস্থিতি গভীর সংকটের দিকে যাচ্ছে।
জিএস ও এজিএস প্রার্থীরা বলেন: শেখ তানভীর বারী হামিম: নুর ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ জানাই। মহিউদ্দিন খান: রাজনৈতিক কর্মসূচিতে এমন হামলা প্রমাণ করে সংস্কারের অনেক পথ বাকি। মহিউদ্দিন রনি: হামলার সুযোগ ইন্টেরিম কর্তৃপক্ষের কার্যকরতা না দেখানোর কারণে হয়েছে; স্বরাষ্ট্র উপদেষ্টাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। মেঘমল্লার বসু: হামলার তীব্র নিন্দা জানাই; গণতন্ত্রের জন্য এটি একটি হুমকি।
ডাকসু প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে সবাইকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এবং নুরের দ্রুত সুস্থতা কামনার আহ্বান জানিয়েছেন।