বাংলাদেশে যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সার্ভিস চালু

অতিরিক্ত ৫০০ পাউন্ডে পাঁচ কর্মদিবসেই সিদ্ধান্ত, উপকৃত হবেন জরুরি ভ্রমণকারীরা
বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্যের বহুল প্রত্যাশিত অগ্রাধিকার বা প্রায়োরিটি ভিসা সেবা চালু হয়েছে। এখন থেকে আবেদনকারীরা মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যেই ভিসার সিদ্ধান্ত হাতে পাবেন।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এই দ্রুতসেবা নিতে হলে সাধারণ ভিসা ফি’র পাশাপাশি অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে।

কেন গুরুত্বপূর্ণ এই সেবা
সাধারণ ভিসা আবেদনের সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ সময় লেগে যায়। ফলে পড়াশোনা, অফিসিয়াল সফর বা পারিবারিক প্রয়োজনে অনেকেই সমস্যায় পড়েন। এবার সেই সমস্যার সমাধান মিলছে প্রায়োরিটি সেবায়।

ছাত্রছাত্রীদের জন্য: ভিসা দেরি হলে ভর্তি বা ক্লাস মিস হওয়ার ঝুঁকি কমবে।

ব্যবসায়ীদের জন্য: হঠাৎ বৈঠক বা আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে আর দুশ্চিন্তা থাকবে না।

পর্যটক ও প্রবাসীদের পরিবারের জন্য: আকস্মিক প্রয়োজনে দ্রুত যুক্তরাজ্যে যাওয়া সম্ভব হবে।

কীভাবে পাওয়া যাবে

এই সেবা নিতে হলে নিয়মিত ভিসা আবেদনের ধাপগুলো অনুসরণ করতে হবে। পার্থক্য হলো—আবেদন ফর্ম পূরণের সময় বা ভিসা সেন্টারে গিয়ে বাড়তি £500 ফি যুক্ত করতে হবে।

কোথায় জানা যাবে বিস্তারিত

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, প্রায়োরিটি ভিসা সেবা ইতোমধ্যেই বিশ্বের নানা দেশে চালু আছে। বাংলাদেশ থেকেও এখন এটি পাওয়া যাবে। বিস্তারিত জানার জন্য আগ্রহীদের সরকারি ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে:
https://www.gov.uk/faster-decision-visa-settlement

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন