সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে নৌ বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও কাজ করবে। তিনি বলেন, ভোটকেন্দ্রে আনসারের ভুমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনি ও এপিবিএন দায়িত্বে থাকবে।

রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনিকে প্রশিক্ষণ দেওয়া হবে। সাত সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো শিক্ষকরা খুবই যোগ্য, উনারা তাদের সমস্যা গুলো ছাত্র শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সরকার। এ ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে বলেও এসময় তিনি জানান।

সিলেটের সাদাপাথর লুট প্রসঙ্গে তিনি বলেন, লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর দেখাশোনা করছে। লুটে দায়ীরা শাস্তির আওতায় আসবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন