এমসি কলেজ জুলোজি ক্লাবের সভাপতি রাকিব, সম্পাদক রুবেল

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ এর প্রাণিবিদ্যা বিভাগের “জুলোজি ক্লাব” এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রাণিবিদ্যা বিভাগের হলরুমে ক্লাবের আহ্বায়ক মোঃ মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ রাকিবুল হাসান রাফির সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিজন কুমার চক্রবর্তী।

তিনি উপস্থিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানান এবং ক্লাসে মনোযোগী হওয়ার আহ্বান করেন। কিভাবে নিজেকে একাডেমীক ও অন্যান্য শাখায় নিজেকে গড়ে তোলা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যের পরবর্তীতে তিনি তাঁর স্বাক্ষরে অনুমোদিত কার্যকরী কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মণিকা রানী বণিক, প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেইন, সাবেক শিক্ষার্থী শেখ জাবেদ আহমদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, নুরুল আলম শাহেদ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাহ তাসনিয়া জামান তারিন, জীবন মোস্তাফিজ, আশরাফ আহমদ, তাহরিন জেরিন, আইনুল আহমদ দূরন্ত।

অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু সুফিয়ান ও গীতা পাঠ করেন জয়া দেবী।

আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শেখ উবায়দা ইসলাম সাদিয়া, আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ আল মামুন, মীর্জা মাহদী বেগ, ইয়াসমিন দিপা প্রমুখ।

জুলোজি ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি মনজুর আহমদ রাকিব, সহ-সভাপতি আশরাফ আহমদ, সাদিকা ইয়াসমিন, অনুপম দাস অনুপ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেল, যুগ্ম সম্পাদক তাহরিন জেরিন, রুহিত তারণ অভি, শতরূপা দাস তপা, সাংগঠনিক সম্পাদক আইনুল আহমদ দূরন্ত, সাইফুর রহমান, কোষাধ্যক্ষ বায়েজিদ আহমদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এমদাদুল হক মামুন, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রশ্মি তালুকদার প্রাপ্তি, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আবু কায়সার মো. আল আমিন (সিজান), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজেরা বেগম ইমা, দপ্তর সম্পাদক সুদীপ্ত সিনহা, ক্রীড়া সম্পাদক ফারদিন আওসাফ, উপ ক্রীড়া সম্পাদক বিজয় মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, কার্যকরী সসদ্য মো. কামরুজ্জামান, আয়শা আক্তার জুলি, বাঁধন চক্রবর্তী, চিন্ময় চৌধুরী, নাবিলা আহমদ, জয়া দেবী, জান্নাতুল ফেরদৌস নিহা, রজত কিশোর দাস, নওফাত আদিবা ইবশার, তামান্না জান্নাত বৃষ্টি, রবিউল ইসলাম খান নাইম, এল. অন্তরা দেব চৈতী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন