ভারতে অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর গৌহাটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পাকিস্তানের নারী দলের কেউ সেখানে থাকবেন না বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন। তবে জিও নিউজের সূত্র জানায়, পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাসহ দলের কোনো প্রতিনিধি উদ্বোধনীতে ভারতের মাটিতে পা রাখবেন না। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে দুই দেশের নতুন নীতি ও দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনকে দায়ী করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ও ভারত আগামী তিন বছরের জন্য আইসিসির কোনো টুর্নামেন্টে একে অপরের দেশে গিয়ে অংশ নেবে না। ২০০৮ সালের পর থেকে ভারত আর পাকিস্তান সফরে যায়নি। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলেও শেষ পর্যন্ত শিরোপাজয়ী ভারত রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্ত অতিক্রম করতে অস্বীকৃতি জানায়।
এ কারণে পাকিস্তান নারী দল তাদের সব ম্যাচই খেলবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনালে (২ নভেম্বর) উঠতে পারলেও তাদের ভেন্যু একই থাকবে। ২ অক্টোবর বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াই নির্ধারিত আছে ৫ অক্টোবর।
পাকিস্তান নারী দলের বিশ্বকাপ স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), মুনীবা আলি সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বাইগ, আইমান ফাতিমা, নাশরা সান্ধু, নাটালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবাজ (উইকেটকিপার), সৈয়দা আরুব শাহ।