শাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সতেরো বছর ধরে এ ধরনের অনুষ্ঠান খুব একটা হতো না। হলেও এটা বলা যাবে না, সেটা বলা যাবে না ইত্যাদি নিষেধাজ্ঞা থাকতো।” তিনি বলেন, “শাবিপ্রবি বিশ্ববিদ্যালয় দেশে ভাল একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তাই এখানকার শিক্ষার্থীদের কোরআনকে জানতে হবে, শিখতে হবে। এ কুরআন শুধু পড়লেই হবে না, এটাকে অর্থ আয়ত্ত করার মাধ্যমে উপলব্ধি করতে হবে।”

তিনি আরও বলেন, ” লুকমান (আ.) তার ছেলেকে ১০টি উপদেশ দিয়েছেন। তা হলো-সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। সালাত কায়েম করতে হবে। সকল কাজে আল্লাহকে ভয় করতে হবে। বান্দা যেন জমিনের উপর অহংকারের সহিত চলাফেরা না করে। উঁচু গলায় কথা বলা যাবে না।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, সাবেক উপাচার্য অধ্যাপক মুসলেহ উদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনার কমিটির সভাপতি অধ্যাপক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বন্দরবাজারের হাজি কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, বিশেষ আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান বক্তব্য রাখেন।

এরআগে শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের নিচ তলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন