শাবিপ্রবি শিকড়ের নেতৃত্বে মিনহাজ ও অচিন্ত্য


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক বিষয়ক সংগঠন শিকড়ের ২৫তম কার্যনিবাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মিনহাজ এবং সাধারণ সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অচিন্ত্য ব্রত দে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নব গঠিত কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুকান্ত বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক অরুণিমা দাশ, কোষাধ্যক্ষ মারিয়া প্রতীক্ষা, সাংগঠনিক সম্পাদক রানা সিংহ, সহ সাংগঠনিক সম্পাদক বিজয়া রায় পূজা, দপ্তর সম্পাদক সাদিয়া ইসলাম মীম, সহ দপ্তর সম্পাদক পার্থ প্রতিম বর্মণ, প্রচার সম্পাদক পূর্ণতা বিশ্বাস, সহ প্রচার সম্পাদক বাঁধন রায় রুদ্র, প্রকাশনা সম্পাদক সাফিউজ্জামান আকাশ, সহ প্রকাশনা সম্পাদক শাকিব খান,আলোকসজ্জা সম্পাদক শুভ সরকার সূর্য, সহ আলোকসজ্জা সম্পাদক সজল সেন গুপ্ত, সঙ্গীত ও নৃত্যকলা সম্পাদক গৌতম দাস দীপ্ত, সহ সঙ্গীত সম্পাদক বিদীপ্তা সরকার, সহ নৃত্যকলা সম্পাদক পল্লবী দাস, আবৃত্তি ও সাহিত্য সম্পাদক রিমঝিম মম, সহ আবৃত্তি সম্পাদক রাহাতুল জান্নাত, চিত্রকলা সম্পাদক মোহনা আঙন, সহ চিত্রকলা সম্পাদক আনিকা তাহ্সিন অর্ণিম, নাট্যকলা সম্পাদক নাভীবুল লিমন, সহ নাট্যকলা সম্পাদক আরফান আহমেদ রাহিন এছাড়া কার্যকরী সদস্য পদে সামিরা সাইবা অথৈ এবং অরিত্র অহন মনোনীত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন